কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রামের সেই মোস্তাকিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা পোষ্ট চট্টগ্রাম প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ১০:০৮

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসা সৈয়দ মোহাম্মদ মুনতাকিম ওরফে মোস্তাকিমের (২৪) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। 


স্ত্রীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।  


চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন জুনায়েদের আদালত সোমবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও বিষয়টি পরে জানাজানি হয়।


মোস্তাকিম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে ডায়ালাইসিস ফি কমানোর আন্দোলন থেকে গ্রেপ্তার হয়ে আলোচনায় আসেন। এ ঘটনার পর কারাগার থেকে বের হয়ে তিনি নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার ও একই থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটিতে সম্প্রতি চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রতিবেদনে ওসি নাজিম উদ্দিন এবং এসআই আবদুল আজিজকে ঘটনার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও