কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাকরি নয়, মানুষ হয়ে গড়ে ওঠাই হোক লেখাপড়ার উদ্দেশ্য

প্রথম আলো ইসরাত জাহান প্রকাশিত: ০৫ জুলাই ২০২৩, ০৬:০১

মানুষ জন্মের সঙ্গে সঙ্গেই মনুষ্যত্বের বোধ উপলব্ধি করতে পারে না, তা জাগিয়ে তুলতে হয়। তার একটি মাধ্যম শিক্ষা অর্জন বা লেখাপড়া। লেখাপড়ার মাধ্যমে আমরা আমাদের বিবেচনাবোধ জাগিয়ে তুলতে পারি, জ্ঞান অর্জন করে তা চলার পথে প্রয়োগ করতে পারি, জানতে পারি ন্যায়-অন্যায়, সঠিক-ভুল, ভালো-খারাপের মধ্যে তফাত কী। লেখাপড়ার মূল উদ্দেশ্য এসব হলেও বর্তমানে তা সনদ অর্জনের হাতিয়ার ছাড়া আর কিছুই নয়।


ভবিষ্যতে ভালো চাকরি পেতে হবে, এমন লক্ষ্য মাথায় রেখেই পড়ালেখা করে মানুষ, যা গৎবাঁধা পাঠ্যপুস্তক পড়া এবং সেটা পরীক্ষার খাতায় ঢেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ। বইয়ের পাতায় কী বলছে, তা বাস্তব জীবনে প্রয়োগ করার তাগিদ বা তাড়না—কোনোটাই আমাদের নেই। এই যেমন সদা সত্য কথা বলবে, মিথ্যা সকল পাপের মা। এগুলো পাঠ করে এবং পরীক্ষার খাতায় লিখে সনদ অর্জন ব্যতীত এর বাস্তব চর্চা কেউ করে না। কারণ, তার কাছে ভবিষ্যতের কর্মসংস্থানের চিন্তাই দৃঢ়। ফলে মানুষ হিসেবে গড়ার চেয়ে চাকরিজীবী বা পেশাগতভাবে প্রতিষ্ঠিত হওয়াটাই তখন লক্ষ্য হয়ে দাঁড়ায়, যার দরুন মানুষের মধ্যে দেখা দেয় মূল্যবোধের অভাব, সংকীর্ণ মানসিকতা, মনুষ্যত্বহীনতা। এসব কারণে মানুষ খুব সহজে নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে নানা অপকর্ম বা অনৈতিক কর্মে জড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও