দুর্নীতির অভিযোগ এনে সাময়িক অবসরে আফগান ওপেনার

সমকাল প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ২০:০১

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন আফগানিস্তানের ওপেনিং ব্যাটার উসমান ঘানি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) ম্যানেজমেন্ট ও নির্বাচন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত; এমন অভিযোগ এনে তার এই সিদ্ধান্ত। তিনি জানিয়েছেন, এসিবি ‘সঠিক নেতৃত্বের’ হাতে আসলে আবারও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান। মূলত তাকে জাতীয় দলের জন্য বিবেচনা না করে ঘরোয়া ক্রিকেটে ভালো করা অভিজ্ঞ মোহাম্মদ শাহজাদ ও তরুণ সেদিকুল্লাহ আতালকে দলে নেওয়ায় দুর্নীতির এই অভিযোগ এনেছেন ঘানি।জাতীয় দলের হয়ে ১৭ ওয়ানডে ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ২৫.৫৮ গড়ে ৪৩৫ রান করেছেন ওপেনার ঘানি। টি-২০ ফরম্যাটে ৩৫ ম্যাচে চার ফিফটিতে ২৫.৩৪ গড়ে ৭৮৬ রান এসেছে তার ব্যাট থেকে।


সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে ওয়ানডে এবং চলতি বছরের মার্চে দুটি আন্তর্জাতিক টি-২০ খেলে ৭ ও ১৫ রান করেন তিনি।  বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে না নেওয়ায় তার এই সাময়িক বিশ্রামের সিদ্ধান্ত। এক টুইট বার্তায় উসমান ঘানি বলেছেন, ‘অনেক ভেবে চিন্তে আফগানিস্তান ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছি। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব আমাকে এভাবে পিছু হটতে বাধ্য করেছে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও