'যৌতুকের কারণে কয়েক ডজন পাত্র আমাকে প্রত্যাখ্যান করেছে'
ভারতে ১৯৬১ সাল থেকে যৌতুক দেওয়া এবং নেওয়া বেআইনি হলেও এখনও কনেপক্ষের কাছ থেকে নগদ অর্থ, পোশাক, স্বর্ণ উপহার হিসেবে পাবে বলে আশা করে বরপক্ষ। সম্প্রতি ভোপালের ২৭ বছর বয়সী এক শিক্ষক যৌতুক নামের এই 'সামাজিক কুফল' বন্ধে বিয়ের মণ্ডপে পুলিশ অফিসার মোতায়েন এবং অভিযান পরিচালনা করার জন্য আবেদন করেছেন।
গুঞ্জন তিওয়ারি (ছদ্মনাম) নামের ওই নারী বিবিসিকে জানিয়েছেন যৌতুকের কারণে কয়েক ডজন পাত্রপক্ষ তাকে প্রত্যাখ্যান করেন।
সবশেষ ফেব্রুয়ারিতে তার বাবা বিয়ের জন্য এক পাত্রকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার বাবা পাত্রপক্ষের সঙ্গে গল্প করার ফাঁকে বসার ঘরে তিনি অতিথিদের সামনে চা এবং নাস্তা নিয়ে যান। তিনি সেই মুহূর্তকে 'অস্বস্তিকর' হিসেবে বর্ণনা করেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিয়ে
- যৌতুক
- প্রত্যাখান