মরিচ যার অধীন আন্ডাও তার আন্ডারে

দেশ রূপান্তর মোস্তফা কামাল প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১৪:৩৫

বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার অঙ্গীকার অব্যাহত আছে ক্ষমতাসীন আওয়ামী লীগের। সরকারের শীর্ষমহল সেই চেষ্টার কথা জানান দিচ্ছে অবিরাম। বলছে, এ সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে চলছে। কিন্তু, নমুনা তা বলছে না। বরং আলামতে মাঝেমধ্যেই চুয়াত্তরের ছায়া মিলছে। চুয়াত্তরের অভাব-দুর্ভিক্ষ, দ্রব্যমূল্যসহ বাজার পরিস্থিতির পেছনে দলীয় লোকদের ভূমিকার পাশাপাশি ছিল বঙ্গবন্ধুর বিরোধী শক্তির কারসাজি। এবার প্রতিপক্ষের জায়গা নেই। দলীয় সিন্ডিকেটই সর্বেসর্বা। যাচ্ছে তাই করে চলছে তারা। কাঁচা মরিচ থেকে শুকনো পেঁয়াজ, চাল-ডাল-তেল সবই তাদের কবজায়। যখন যেটা নিয়ে পারে কাণ্ড ঘটায় তারা। হাহাকার-হুলস্থুলের মধ্যে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা। মানুষ মুখস্থ গালিগালাজ করে সরকারের। স্মরণ করে চুয়াত্তরের কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও