বিএনপির সঙ্গে জামায়াতের দূরত্ব কি লোক দেখানো?
বিএনপির চিরসখা হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর সঙ্গে কি তাদের দূরত্ব তৈরি হচ্ছে? কলসির কানা মেরেছে বলে কি জামায়াত আর বিএনপিকে প্রেম দেবে না? নাকি এসব মান-অভিমান লোক দেখানো? ‘ক্ষমতাসীন দলের সঙ্গে জামায়াতের যোগাযোগ স্পষ্ট’– বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যে দুই দলের মধ্যে ‘মনোমালিন্য’ দেখা দিয়েছে বলে পত্রিকায় অবশ্য খবর বের হয়েছে। এ নিয়ে জামায়াতের প্রতিক্রিয়ার পর বিএনপি মহাসচিব তার বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি জামায়াত। বিবৃতি দিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে বিস্ময় প্রকাশ করে তা প্রত্যাখ্যান করেছে তারা।
মির্জা ফখরুলের বক্তব্যের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। জামায়াতকে নিয়ে পর্দার আড়ালে কোনো খেলা চলছে কিনা, ওই প্রশ্নও সামনে আসছে। এ নিয়ে জামায়াতের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হলে দলটি তাদের আপত্তির বিষয়টি বিএনপিকে জানায়। বিএনপি থেকে বিষয়টি ‘অসাবধানতাবশত’ বলা হলেও জামায়াত গণমাধ্যমে ব্যাখ্যার দাবি করে।