শতভাগ ফিট নন, তবে প্রথম ম্যাচ খেলবেন তামিম
‘অনুশীলনের পর তামিম কেমন বোধ করে, তা দেখছি আমরা’- কোমরের চোটে ভুগতে থাকা বাংলাদেশ অধিনায়ককে নিয়ে সোমবার সংবাদ সম্মেলনে এই কথা বলেন চান্দিকা হাথুরুসিংহে। পরে সেন্টার উইকেটে থ্রো ডাউনে কিছুক্ষণ ব্যাটিং করেন তামিম ইকবাল। তবে মঙ্গলবার তাকে দেখা যায়নি অনুশীলন করতে। সিরিজ শুরুর আগের দিন আবার খানিকটা অনিশ্চয়তা দেখা দেয় তাকে ঘিরে। শেষ পর্যন্ত ধোঁয়াশা দূর করেন তামিম জানালেন, তিনি খেলবেন। পাশাপাশি এটিও জানিয়ে রাখলেন, এখনও পুরোপুরি ফিট নন তিনি।
গত মাসে কোমরের পুরোনো চোটে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে একদম শেষ মুহূর্তে ছিটকে যান তামিম। পরে ওয়ানডে সিরিজের দলে ফিরলেও অনুশীলনে তাকে নিয়মিতই অস্বস্তিতে ভুগতে দেখা যায়।
দীর্ঘ দিন ধরে বয়ে চলা এই চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে আগের চেয়ে ভালো অনুভব করায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবেন তিনি।