কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পশ্চিমবঙ্গে চার দলের নতুন নেতৃত্বের প্রথম পরীক্ষা

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ১০:০২

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন মাথায় রেখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে নতুন করে ঘুঁটি সাজাতে হচ্ছে। এক নতুন দল আর দলটির সভাপতি বছর ত্রিশের নওশাদ সিদ্দিকী তাদের চিন্তা বাড়িয়ে দিয়েছে। তাই তৃণমূলকে এই দলের পেছনে অনেকটা সময়ই দিতে হচ্ছে।


কারণ, এই দলের নেতা সিদ্দিকীর রাজনৈতিক জনসভায় ব্যাপক ভিড় হচ্ছে। ২০২১ সালের নির্বাচনের আগে যখন সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) গঠিত হয়, ভিড় হয়তো তখনো হয়েছিল। তবে তখন মুসলমান সম্প্রদায়ের কাছ থেকে বড়সড় ধাক্কা খাননি তৃণমূল কংগ্রেসের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


সেই ধাক্কা অবশ্য মমতা খেলেন গত মার্চের গোড়ায়। সে সময় মুসলিম–অধ্যুষিত মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি আসনে কংগ্রেসের এক মুসলিম প্রার্থীর কাছে তৃণমূল হারল। তখন থেকে একটা ধারণা তৈরি হতে শুরু করল, রাজ্যে মুসলমান ভোট তৃণমূল কংগ্রেস থেকে দূরে সরে যাচ্ছে। এরই মধ্যে চলে এসেছে পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। ৮ জুলাই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ফল ঘোষণা করা হবে ১১ জুলাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও