সুগন্ধা নদীতে জাহাজের আগুন নিয়ন্ত্রণে, ১২ পুলিশসহ ১৪ জন দগ্ধ

চ্যানেল আই ঝালকাঠি প্রকাশিত: ০৪ জুলাই ২০২৩, ০৯:৩৮

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ  দ্বিতীয় দফার বিস্ফোরণের পর প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে দুই দফায় এখন পর্যন্ত অন্তত ৪ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়াও দ্বিতীয় দফার বিস্ফোরণে ১২ পুলিশসহ ১৪ জন দগ্ধ হয়েছেন।


গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ সাগর নন্দিনী-২ এ দ্বিতীয় দফার বিস্ফোরণে  ১৪ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য এবং দু’জন জাহাজের কর্মচারি।


দগ্ধ দু’জনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঝালকাঠি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন।


একই তেলবাহী জাহাজে শনি ও সোমবারের দু’দফা বিস্ফোরণে ৪ জনের প্রাণহানি ও ১৯ জন দগ্ধ হলেন। এদিকে টানা ১২ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর ভোরে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও