মশার রাজধানী কুষ্টিয়া
কুষ্টিয়া শহরটি শিল্প-সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র। সার্বিক দিক দিয়ে শহরটির উন্নতি যে ক্রমবর্ধমান, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শহরটি অন্যান্য দিক দিয়ে এগিয়ে গেলেও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও পিছিয়ে। এর বাস্তব উদাহরণ পাওয়া যাবে বিশেষ করে ড্রেনগুলোর দিকে লক্ষ্য করলে। মাসের পর মাস এমনকি বছরের পর বছর ড্রেনগুলো অনিষ্কাশিত থাকে। ফলে পরিত্যক্ত ও অপচনশীল দ্রব্য জমে একদিকে যেমন পানিদূষণ ঘটাচ্ছে, তেমনি মশার জন্য তৈরি করছে এক উত্তম আবাসস্থল। বিগত বছরগুলোর তুলনায় এ বছর মশার উপদ্রব এমনিতেই অনেক বেশি। তার ওপর ড্রেন অপরিষ্কারের ফলে মশার উপদ্রব আরও বেড়ে গেছে, যা স্থানীয় মানুষের জীবনে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।