আজ জুলিয়ান অ্যাসাঞ্জের জন্মদিন
পৃথিবীর গুরুত্বপূর্ণ সব গোপন নথি তথ্য মানুষের সামনে এনে দুনিয়াকে যেন চমকে দিয়েছিল উইকিলিকস। উইকিলিকসের পাশাপাশি এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও বিশ্বব্যাপী পরিচিত। সম্পাদক, অ্যাকটিভিস্ট, রাজনৈতিক টকশোর সঞ্চালক, কম্পিউটার প্রোগ্রামার, হ্যাকার ও সাংবাদিক জুলিয়ান পল অ্যাসাঞ্জের আজ জন্মদিন। ১৯৭১ সালে অস্ট্রেলিয়ার টাউনসভিলে তিনি জন্মগ্রহণ করেন।
জুলিয়ান অ্যাসাঞ্জ বিশেষ পরিচিতি পেয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিসেবে। ১৯৯৭ সালে অ্যাসাঞ্জ দি রাবারহোস ডেনায়েবল এনক্রিপশন সিস্টেম উদ্ভাবন করেন। পাশাপাশি লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য একটি সফটওয়্যার প্যাকেজও তৈরি করেন। এর আগে ১৯৯৫ সালে তিনি প্রথম উন্মুক্ত উৎসের (ওপেন সোর্স) ও বিনা মূল্যের প্রোগ্রাম পোর্ট স্ক্যানার লেখেন। এরও আগে ১৯৯৩ সালে অ্যাসাঞ্জ অস্ট্রেলিয়ার প্রথম ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠান সাবারবিয়া পাবলিক অ্যাকসেসে নেটওয়ার্ক চালু করেন।