![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252F84d05531-8a69-4245-8d26-6da40b4f79f3%252Fprothomalo_Nahel_2.webp%3Frect%3D0%252C0%252C640%252C336%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
দাঙ্গা থামাও, বললেন নাহেলের নানি
টানা ছয় দিন ধরে বিক্ষোভে উত্তাল রয়েছে ফ্রান্স। পুলিশের গুলিতে ১৭ বছরের কিশোর নাহেল এম হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ। এ পরিস্থিতিতে নাহেলের পরিবারের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সহিংসতায় না জড়ানোর আহ্বান জানানো হয়েছে। তবে নাহেলের পরিবারের দাবি, ফরাসি পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নীতি বদলাতে হবে।
নাহেলের এক আত্মীয়ের সঙ্গে কথা বলেছে বিবিসি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, এই হত্যাকাণ্ড ঘিরে পুরো ফ্রান্সে দাঙ্গা ছড়িয়ে পড়ুক, সেটা চায় না পরিবারের সদস্যরা। তবে রাস্তায় তল্লাশিচৌকিতে যেভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়, সেই নীতিতে পরিবর্তন আনা দরকার।
এএফপির খবরে বলা হয়েছে, নাহেলের নানি গতকাল রোববার দাঙ্গা বন্ধ করতে ও সবাইকে শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিক্ষোভ
- দাঙ্গা
- কিশোর হত্যা