চামড়া সংগ্রহ শুরু, শঙ্কা বিক্রি নিয়ে
সাভারের হেমায়েতপুরের হরিণধরায় অবস্থিত চামড়াশিল্প নগরের ট্যানারিগুলো চামড়া সংগ্রহ করতে শুরু করেছে। এবার তাদের মোট চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ কোটি পিস। ট্যানারিমালিকদের সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে গতকাল রোববার বিকেল পর্যন্ত প্রায় ৪ লাখ ১০ হাজার পিস চামড়া কিনেছেন তাঁরা।
ট্যানারিমালিকেরা দাবি করেন, তাঁদের কাছে লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের দাম পাওয়ার সুযোগ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন। প্রক্রিয়াজাত চামড়া বিক্রির ক্ষেত্রে তাঁদের নির্ভর করতে হচ্ছে চীনের ওপর। এ কারণে এবারও চামড়ার দাম অনেক কম হবে বলে আশঙ্কা করছেন তাঁরা।