প্রক্রিয়াজাতকরণ আরও উন্নত করতে হবে

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০৮:০১

গত কয়েক বছরের মতো এবারও পশুর চামড়ার দাম পাননি বলে অভিযোগ করেছেন চামড়া ব্যবসায়ীরা। তাঁদের এ অভিযোগ অমূলক নয়। এ বছর ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে তা ৪৫-৪৮ টাকা নির্ধারণ করেছিল সরকার। বাস্তবতা হলো সরকার নির্ধারিত দরের অনেক কম দামে চামড়া বিক্রি করতে হয়েছে। মূল্যস্ফীতি হিসাবে নিলে সরকার নির্ধারিত দামও গত বছরের তুলনায় বাড়েনি।


উদ্বেগজনক খবর হলো বাংলাদেশের লেদার কারখানাগুলো অনেক বেশি দাম দিয়ে বিদেশ থেকে পাকা চামড়া আমদানি করে থাকে তাদের চাহিদা মেটাতে। অন্যদিকে দেশের চামড়া হয় পচে যায় কিংবা পানির দামে বিক্রি করতে হয়। এবার দাম না পেয়ে মাটির নিচে চামড়া পুঁতে রাখার খবর পাওয়া যায়নি, এটুকুই সান্ত্বনা। এ বছর এক কোটির বেশি পশু কোরবানি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও