![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-08%252F4f94e625-e53c-4d94-ae2e-d106a0a2c32b%252F153d52d6-0bac-417c-8cb9-25c863289c56.png%3Frect%3D0%252C114%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
৫৯২ কোটি ডলার চায় পিডিবি
প্রথম আলো
প্রকাশিত: ০৩ জুলাই ২০২৩, ০৭:৩২
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কয়লা, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেল জোগাড় করাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বৈদেশিক মুদ্রা ডলারের সংকটে জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে নিয়মিত। এর পাশাপাশি বিদেশি বিদ্যুৎকেন্দ্রের বিল ও ঋণের কিস্তি পরিশোধ করা যাচ্ছে না। গত অর্থবছরের বকেয়া ও চলতি অর্থবছরের জন্য ৫৯২ কোটি ডলার লাগবে বিদ্যুৎ খাতে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে ইতিমধ্যে ডলারের চাহিদা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। জ্বালানির অভাবে গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত লোডশেডিং করা হয়। এ বছরও এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় একটা সময় ব্যাপক হারে লোডশেডিং করা হয়েছে। ডলারের জোগাড় করা না গেলে আবারও লোডশেডিং করতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ৩ সপ্তাহ আগে
১ বছর, ১ মাস আগে