২৬ ঘণ্টায়ও সরেনি সড়কের পানি, দুর্ভোগে বাসিন্দারা
বৃষ্টি থেমেছে ২৬ ঘণ্টারও বেশি সময় আগে। তবে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোড ও মাজেদ সরদার রোড থেকে এখনো পানি সরেনি। এতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। তাঁরা বলছেন, ক্ষণিকের বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এই ভোগান্তি থেকে মুক্তি চান তাঁরা।
স্থানীয় ব্যক্তিরা বলছেন, বৃষ্টি হয়েছে গতকাল শনিবার বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। কিন্তু সেই বৃষ্টির পানি আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায়ও সরেনি। এর আগে ঈদের দিনের বৃষ্টিতেও তাঁরা পানিবন্দী অবস্থায় ছিলেন। সামান্য বৃষ্টি হলে অনেক বিপাকে পড়েতে হচ্ছে তাঁদের।
আজ সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এক প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও সড়ক পানিতে তলিয়ে থাকার বিষয়টি স্বীকার করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, কাজী আলাউদ্দিন রোড ও মাজেদ সরদার রোডে এখনো পানি রয়েছে। পানি নিষ্কাশনে সর্বোচ্চ চেষ্টা চলছে। কাজী আলাউদ্দিন রোডে পানি জমলে ৭২ ঘণ্টার আগে তা সরানো যাচ্ছে না।