কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদের ছুটির পর বাসায় ফিরে যা যা করবেন

প্রথম আলো প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ১৩:৩১

পরিবার-পরিজন নিয়ে কয়েকটা দিন আনন্দে কাটিয়ে আবার মানুষ ফিরছে কর্মব্যস্ত শহরে। ছুটি শেষে বাসায় ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন সবাই। তবে তার আগে জরুরি কিছু কাজ করা প্রয়োজন। বাসায় ফিরে কাজগুলো করছেন তো?


বাসার প্রতিটি জানালা খুলে দিন
বাসায় প্রবেশ করামাত্র প্রথম কাজ হবে বাসার প্রতিটি জানালা খুলে দেওয়া। দীর্ঘদিন বাসার দরজা-জানালা বন্ধ থাকায় ঘরে পর্যাপ্ত আলো-বাতাস প্রবেশ করতে পারে না, যা ঘরের ভেতরে গুমোট পরিবেশ তৈরি করে। সেই গুমোট পরিবেশ দূর করতে যত দ্রুত সম্ভব বাসার প্রতিটি জানালা খুলে দিন। বাইরের আলো-বাতাস ঘরে প্রবেশ করলে দ্রুতই ঘরের পরিবেশ স্বাভাবিক হয়ে উঠবে।


পুরো ঘর পরিষ্কার করুন
ঘরে প্রবেশ করার পর দ্বিতীয় কাজ হলো ঘর পরিষ্কার করা। দীর্ঘদিন ঘরের বাইরে থাকাতে ঘরের প্রতিটি আসবাবে ধুলার আস্তরণ জমে। এ কারণে ঘরে প্রবেশ করেই ঘর ঝাড়ু দিন। পরিষ্কার ঘর ভ্রমণ-পরবর্তী মনকে উৎফুল্ল রাখতে সহায়তা করবে।


স্যুটকেস খালি করুন
ঘর পরিষ্কার শেষে স্যুটকেস থেকে নিজের ময়লা জামা-কাপড় আলাদা করে নিন। ভ্রমণ-পরবর্তী কাজ যত দ্রুত শেষ করতে পারবেন, স্বাভাবিক জীবনে আপনি ফিরতে পারবেন তত তাড়াতাড়ি। তাই চেষ্টা করুন ভ্রমণ থেকে ফিরেই নিজের স্যুটকেস খালি করে নিজেকে গুছিয়ে নিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও