কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রধান বাজারগুলোয় মন্দা ৬০ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্য অর্জন হবে কি

বণিক বার্তা প্রকাশিত: ০২ জুলাই ২০২৩, ১৩:১২

সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ৫৮ বিলিয়ন (৫ হাজার ৮০০ কোটি) ডলারের পণ্য রফতানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এখনো পুরো অর্থবছরের পরিসংখ্যান প্রকাশ পায়নি। তবে অর্থবছরের প্রথম ১১ মাসে পণ্য রফতানি হয়েছিল ৫ হাজার ৫২ কোটি ৭২ লাখ ৪০ হাজার ডলারে। সে অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের লক্ষ্যপূরণের জন্য জুনের শুরুতে এক মাসের মধ্যে ৭৪৭ কোটি ডলারের পণ্য রফতানির চ্যালেঞ্জ ছিল দেশের রফতানিকারকদের সামনে। তবে বিশ্ববাজার; বিশেষ করে প্রধান রফতানি গন্তব্য দেশগুলোর বর্তমান পরিস্থিতি বিবেচনায় এক মাসের মধ্যে এ লক্ষ্যপূরণ একেবারেই অসম্ভব বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। 


আগের অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়-সন্দেহের মধ্যেই ২০২৩-২৪ অর্থবছরের জন্য রফতানির লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। গতকাল শুরু হওয়া নতুন অর্থবছরের প্রস্তাবে লক্ষ্য আরো বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬০ বিলিয়ন (৬ হাজার কোটি) ডলার। সেক্ষেত্রে এবারো লক্ষ্য পূরণ নিয়ে সন্দিহান খোদ রফতানিকারকরাও। বৈশ্বিক অর্থনীতির পরিস্থিতি ও ভবিষ্যৎ ক্রয়াদেশের আভাস বিবেচনায় বর্তমানে গোটা পরিস্থিতিই এর প্রতিকূলে বলে জানিয়েছেন তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও