You have reached your daily news limit

Please log in to continue


যেমন চলছে ঈদের পাঁচ ছবি

ঈদুল আজহায় ১৭১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। বৃষ্টি উপেক্ষা করে চলচ্চিত্রগুলো দেখতে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। কয়েকটি সিনেমার বেশির ভাগ শো হাউসফুল যাচ্ছে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্ট ব্যক্তিরা।

‘প্রিয়তমা’র সাড়ে চার শ প্রদর্শনী
১০৭টি প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’র প্রতিদিন ৪৫০টির বেশি প্রদর্শনী চলছে। ছবিটির পরিচালক হিমেল আশরাফ গতকাল দুপুরে ফেসবুকে জানিয়েছেন, শুক্রবার ছবিটির ৩৫০টি প্রদর্শনীই হাউসফুল গেছে। ফেসবুকে সিনেমা নিয়ে যাঁরা লেখালেখি করেন, তাঁরাও ছবিটি দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁদের ভাষ্যে শাকিব খানের ছবিতে কেবল শাকিব খানই থাকেন—এই ধারণা ভুল প্রমাণ করেছে ছবিটি। ‘প্রিয়তমা’য় কেবল নায়কোচিতভাবে শাকিবকে হাজির করা হয়নি, বরং অন্য চরিত্রগুলোকেও পর্যাপ্ত জায়গা দেওয়া হয়েছে। গল্প, ঢাকার বাইরে বিভিন্ন রিয়েল লোকেশনে শুটিং আর শাকিব খানের পারফরম্যান্স মিলিয়ে বেশির ভাগ দর্শকই ছবিটি দেখে সন্তুষ্ট। অনেক দর্শকই ছবিটির গানের প্রশংসা করেছেন। ছবির ‘ও প্রিয়তমা’ গানটি গতকাল ইউটিউব ট্রেন্ডিংয়ে তিনে ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন