৪০ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন
রাশিয়ার ১১ কূটনীতিক ও ২৯ দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন।
রোমানিয়া সরকারের অনুরোধে গতকাল শনিবার এই ৪০ রুশ নাগরিকের রোমানিয়া ছাড়ার কথা।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো-বুখারেস্টের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এর ধারাবাহিকতায় বুখারেস্টে অবস্থিত রুশ দূতাবাসের ৪০ কূটনীতিক-কর্মী রোমানিয়া ছাড়ছেন।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ বুখারেস্ট ত্যাগ করবেন।