![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-07%252Ff1f61764-7c9e-47a0-8bf7-7ff7128bd045%252FRussian_Romania.jpg%3Frect%3D0%252C449%252C4969%252C2609%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F5a36c819-05a2-4bfb-ac50-57dd67355acb%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
৪০ রুশ কূটনীতিক-দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন
রাশিয়ার ১১ কূটনীতিক ও ২৯ দূতাবাসকর্মী রোমানিয়া ছাড়ছেন।
রোমানিয়া সরকারের অনুরোধে গতকাল শনিবার এই ৪০ রুশ নাগরিকের রোমানিয়া ছাড়ার কথা।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে মস্কো-বুখারেস্টের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এর ধারাবাহিকতায় বুখারেস্টে অবস্থিত রুশ দূতাবাসের ৪০ কূটনীতিক-কর্মী রোমানিয়া ছাড়ছেন।
রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ১১ কূটনীতিক এবং দূতাবাসের ২৯ জন কারিগরি-প্রশাসনিক কর্মী পরিবারসহ বুখারেস্ট ত্যাগ করবেন।