চলতি মাসেই নন-ক্যাডার নিয়োগ দিতে চায় পিএসসি
চলতি মাসের মধ্যেই ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি সূত্র জানায়, এরই মধ্যে পিএসসি পছন্দের পদে আবেদন চেয়েছে প্রার্থীদের কাছ থেকে। তাঁদের সর্বোচ্চ ২০টি পদে আবেদন করার সুযোগ ছিল। এখান থেকে নির্বাচিত একটি পদে নিয়োগের সুপারিশ করবে পিএসসি।
পিএসসি সূত্র জানায়, নন-ক্যাডারে পদ পেতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পছন্দক্রম প্রদানের জন্য অনলাইনে আবেদনপত্র চেয়েছে পিএসসি। পছন্দক্রমের আবেদন শেষ হয়েছে গতকাল শনিবার।
৪০তম বিসিএসের নন-ক্যাডারে যাঁরা নিয়োগের অপেক্ষায় আছেন, তাঁদের কবে নিয়োগের সুপারিশ করা হবে, তা জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, জুলাই মাসের মধ্যেই নন-ক্যাডারদের বিভিন্ন পদে যোগ্যতা অনুসারে নির্বাচিত করার কাজ শেষে নিয়োগের সুপারিশের পরিকল্পনা আছে পিএসসির।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৭ মাস, ৪ সপ্তাহ আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে