ঈদের ছুটিতে পতেঙ্গা সমুদ্রসৈকতে মানুষের ভিড়

www.ajkerpatrika.com চট্টগ্রাম প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ২১:১২

চট্টগ্রামে ঈদের ছুটিতে বিনোদনপ্রেমী মানুষের ভিড় বেড়েছে পর্যটনকেন্দ্রগুলোয়। সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নগরীর পতেঙ্গা সমুদ্রসৈকতে। আজ শনিবার বিকেলে বিনোদনপ্রেমী মানুষের ঢল নামে পতেঙ্গা সমুদ্রসৈকতে। এ ছাড়া নেভাল একাডেমি এলাকা ও পার্শ্ববর্তী আউটার রিং রোড এলাকায়ও মানুষের ভিড় দেখা গেছে। 


নগরীর আগ্রাবাদ এলাকা থেকে পতেঙ্গা সমুদ্রসৈকতে আসা শফিউল আজম কনক আজকের পত্রিকাকে বলেন, ‘কোরবানির ছুটি উপলক্ষে সৈকতে খানিকটা স্বস্তির নিশ্বাস নিতে পরিবার নিয়ে এসেছি। নগরজীবনের কঠিন বাস্তবতা থেকে খানিকটা বেরিয়ে এসেছি কিছুটা শান্তির আশায়।’ 


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়ন থেকে আজ দুপুরে পতেঙ্গা সৈকতে আসা বিনোদনপ্রেমী যুবক মোহাম্মদ তাহজিব বলেন, ‘গ্রামের বিনোদনের সুযোগ কম থাকায় পতেঙ্গা সৈকতে এসেছি বন্ধুবান্ধবদের নিয়ে।’ 


পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেইন আজকের পত্রিকাকে বলেন, ঈদে বিনোদনপ্রেমী মানুষের নিরাপত্তার জন্য পুলিশ সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এখন অবধি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও