৪১ হাজার টন বর্জ্য সরিয়েছে ঢাকার দুই সিটি

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ২০:৪৭

এবারের কোরবানির ঈদ ঘিরে ৪৮ ঘণ্টায় মোট ৪১ হাজার টন বর্জ্য অপসারণের কথা জানিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।


ঈদের দিন ও তার পরের দুদিনে কোরবানির বর্জ্যসহ পশুর হাটের বর্জ্যও সম্পূর্ণ অপসারণের কথা জানিয়েছেন দুই সিটির কর্মকর্তারা।


ঢাকা উত্তর সিটির প্রধান জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বিকাল ৫টা পর্যন্ত উত্তর সিটি এলাকায় ২২ হাজার ৩৮৭ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।


“৪ হাজার ৬০৬টি ট্রিপে এ বর্জ্য আমিন বাজার ল্যান্ডফিলে অপসারণ করা হয়েছে। পশুহাট থেকেও বর্জ্য অপসারণ করা হয়ে গেছে।”


দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার এলাকায় ১৮ হাজার ৮৫২ দশমিক ৬৫ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে।


মোট ৪ হাজার ৩১০টি ট্রিপে এ বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ফেলা হয়েছে। বর্জ্য অপসারণ কাজেসাড়ে তিনশ যান ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও