কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘নির্বাচনে বিদেশিদের বাধা দেওয়ার সুযোগ নেই’

আরটিভি প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ১৯:২৩

কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপ করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তিনি বলেন, বিদেশিদের নির্বাচনে বাধা দেওয়ার সুযোগ নেই। তাই মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে।


শনিবার (১ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলায় সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ মন্তব্য করেন।


স্থানীয় সংসদ সদস্য মো. সাহিদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, পৌর মেয়র আহমেদ আলী প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও