গণঅধিকার পরিষদ থেকে রেজা কিবরিয়াকে অভিশংসন
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০১ জুলাই ২০২৩, ১৯:১৬
গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়েছে। তবে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও নেতাকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সভায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ড. রেজা কিবরিয়া।
শনিবার (১ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এক বৈঠকে তাকে অভিশংসন করা হয়।
সংগঠনটির গণমাধ্যম সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবু হানিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদের আজকের জরুরি সভায় দলের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে ড. রেজা কিবরিয়াকে ইমপিচমেন্ট (অভিশংসন) করা হয়েছে।
এর আগে শনিবার সকাল ১১টায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে একটি জরুরি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত হননি ড. রেজা কিবরিয়া। এ সভাতেই তাকে অভিশংসন করা হয়।
তবে সভা শুরুর আগেই সেখানে না যাওয়ার ঘোষণা দেন ড. রেজা কিবরিয়া।
- ট্যাগ:
- রাজনীতি
- অভিশংসন
- রেজা কিবরিয়া