You have reached your daily news limit

Please log in to continue


‘তুমি গোলগালই ভাল ছিলে’, ওজন কমিয়েও গেরোয় ঐন্দ্রিলা!

পরনে তাঁর নীল রঙের একটি ড্রেস। তার উপরে গোলাপি ফুল আঁকা। খোলা চুলে পোজ় দিয়েছেন নায়িকা। অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের ইনস্টাগ্রামে ঢুঁ দিলে এই ছবিটাই সবার প্রথমে চোখে পড়বে। ভালবেসে তাঁর বোন এই ছবিটি তুলে দিয়েছেন। দিদিও নতুন ছবি পেয়ে খুশি। কিন্তু এই ঐন্দ্রিলাকে দেখে খুশি হলেন না অনেকেই। তাঁর ভক্তদের একাংশের মত, এত রোগা ঐন্দ্রিলাকে ঠিক যেন ভাল লাগে না দেখতে। গোলগাল ঐন্দ্রিলাই তাঁদের প্রিয়। শেষ কয়েক মাসে নিজেকে আদ্যোপান্ত বদলে ফেলেছেন নায়িকা। তাঁর লুক থেকে চেহারা— সব ক্ষেত্রেই এসেছে পরিবর্তন। বড় পর্দায় যখন তাঁর যাত্রা শুরু হয় তখন তাঁর বাড়তি ওজনের জন্য অনেক কটু কথা সহ্য করতে হয়েছে তাঁকে। এখন অবশ্য ওজন কমিয়ে তিনি একেবারে ছিপছিপে। এখনও দর্শকের নানা ধরনের সমালোচনা শুনতে হচ্ছে।

দর্শকের কোনও কথাতেই গুরুত্ব দিতে চান না নায়িকা। আনন্দবাজার অনলাইনকে ঐন্দ্রিলা বললেন, “আমার চেহারা। আমায় কেমন দেখতে লাগবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার জন্য আমি লোকের কথা শুনব কেন। সত্যি বলতে আমি এত মন্তব্য পড়িও না। বেশি গুরুত্ব দিলেই সমস্যা।” নায়ক নায়িকাদের সব সময়ই কারও না কারও নজরে থাকেন। একটু এ দিক ও দিক হলেই সমস্যা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন