You have reached your daily news limit

Please log in to continue


‘লাল শাড়ি’তে আর্থিক সহযোগিতা করেছেন শাকিব খান, জানালেন অপু বিশ্বাস

প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’। একই ঈদে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’। নিজের ছবির পাশাপাশি সাবেক স্ত্রী অপু বিশ্বাসের ‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানান দেশের চলচ্চিত্রের সবচেয়ে প্রভাবশালী এ তারকা। শাকিব তাঁর ভেরিফায়েড ফেসবুকে ‘লাল শাড়ি’ ছবিটি দেখার আহ্বান জানানোর পরই কৃতজ্ঞতা পোষণ করেছেন অপু বিশ্বাস। শ্রদ্ধার ইমোজি দিয়ে তিনি লিখেছেন, ‘আমার প্রত্যেকটা সাফল্যের পেছনে মা-বাবার পরে তোমার অবদান।’

অপুর শেয়ার করা পোস্টের মন্তব্যের ঘরে অনেকে অনেক ধরনের কথা লিখেছেন। কেউ লিখেছেন, ‘আপু আপনাদের আবার একসাথে ফিল্ম দেখতে চাই। আমার ভালোবাসার দুজন অভিনয়শিল্পী। আই লাভ শাকিব-অপু।’ আরেকজন লিখেছেন, ভালো লাগল, পাশাপাশি মনটা ভালো হয়ে গেল প্রিয় হিরো।’

ফেসবুকে শাকিব খানের এ রকম পোস্ট দেওয়ার পর জানা গেল আরও কিছু তথ্য। তাতে অপু বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি’ ছবির ২০ দিনের আউটডোর শুটিং ছিল। এর মধ্যে ১৮ দিনের মাথায় অর্থনৈতিক সংকটে পড়েন তিনি। ওই সময়টায় ছবিটির কাজ ঠিকঠাক করার জন্য শাকিব খান তাঁকে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন। গতকাল শুক্রবার ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে গিয়ে সংবাদমাধ্যমকে এমন কথা বলেন অপু বিশ্বাস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন