সবজির বাজার স্থিতিশীল, কমেনি কাঁচা মরিচের ‘ঝাল’
আমদানির পরেও দেশের খুচরা বাজারে কমেনি কাঁচা মরিচের দাম। তবে ঈদের পরে সবজির বাজার রয়েছে স্থিতিশীল।
শনিবার (৩০ জুন) রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও স্থানীয় বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচ প্রতি কেজি ৬০০ টাকা, আর ভারত থেকে আমদানি করা মরিচ বিক্রি হচ্ছে ৫৫০ টাকা কেজি দরে।
কেন মরিচের দাম এত বেশি জানতে চাইলে সাততলা বাজারের বিক্রেতা শাহ আলম বাংলানিউজকে বলেন, দাম বাড়ার আসল কারণ জানি না। আমরা বেশি দামে কিনছি, তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে।