![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-06%252F259db6df-a339-4a1c-abc5-33ea62e03912%252FTELEFILM__SHUKHER_OSUK.png%3Fauto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিটিভিতে আজ ‘শঙ্খনীল কারাগার’, চ্যানেল আইতে ‘বসগিরি’, এটিএন বাংলায় ‘পাঁচ ফোড়ন’
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের দ্বিতীয় দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ১০টা ১০ মিনিটে শিশুতোষ অনুষ্ঠান ‘ঈদ সূর্যমুখী’। বেলা ১১টায় হারানো দিনের গান নিয়ে সংগীতানুষ্ঠান ‘মনিহার’। দুপুর ১২টা ৩০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘নৃত্যের তালে তালে’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘শঙ্খনীল কারাগার’। অভিনয়ে চম্পা, ডলি জহুর। বিকেল ৪টা ৪৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘শেকড়ের গান’। সন্ধ্যা ৭টায় ব্যান্ড শো ‘মিউজিক্যাল এক্সপ্রেস’। রাত ৮টা ৩০ মিনিটে বিশেষ নাটক। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’।
এটিএন
সকাল ৯টায় নাটক ‘ঈর্ষা’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা ‘হৃদিতা’। অভিনয়ে পূজা চেরি। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ‘বসগিরি’। অভিনয়ে শাকিব খান, বুবলী। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘বেকার’। অভিনয়ে অপূর্ব, সাফা কবির। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে নাটক ‘সুইট প্রবলেম’।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। অভিনয়ে জিয়াউল রোশান, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘আঁধার’। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা।
- ট্যাগ:
- বিনোদন
- ঈদের অনুষ্ঠান