লবণ দানার চেয়ে ছোট হাতব্যাগের দাম ৬৩ হাজার ডলার
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ২০:০১
লবণের দানার চেয়েও ছোট এমন একটি হাতব্যাগ অনলাইন নিলামে দাম পেল ৬৩ হাজার ডলারেরও বেশি। গতকাল বুধবার (২৮ জুন) ৬৫৭ বাই ২০০ বাই ৭০০ মাইক্রন বা দশমিক ০৩ ইঞ্চির কম চওড়া ব্যাগটি বিক্রি হয়। খবর সিএনএন।
ফ্লুরোসেন্ট হলুদ-সবুজ ব্যাগটি কোনো মতে মানব চক্ষুতে ধরা পড়ে। তাও কি না এর রঙের কারণে। এটি জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড লুই ভুইতোঁর নকশার ওপর ভিত্তি করে তৈরি। তবে বিলাসী সামগ্রী হিসেবে নয়, নিউইয়র্কের একটি প্রতিষ্ঠানের আর্টওয়ার্ক হিসেবে এটি তৈরি হয়েছে।
ব্রুকলিন-ভিত্তিক গ্রুপ এমএসসিএইচসি ‘আনুবীক্ষণিক’ হাতব্যাগটির নির্মাতা। তাদের দাবি, ব্যাগটি সুচের চোখের মধ্য দিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সরু এবং সামুদ্রিক লবণের গড় দানার চেয়েও ছোট।
- ট্যাগ:
- জটিল
- নিলামে বিক্রি
- হ্যান্ড ব্যাগ