![](https://media.priyo.com/img/500x/https://i.ibb.co/D8S1cWb/Untitled-121.jpg)
গরমে তিন দিনে হিটস্ট্রোকের শিকার ছয় হাজার হজযাত্রী
মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হজের তিন দিনে হিটস্ট্রোকের শিকার হয়েছেন ছয় হাজারেরও বেশি হজযাত্রী। আজ বৃহস্পতিবার গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলী জানিয়েছেন, হজ মৌসুমি গত ৩৯ দিনে অন্তত ১ লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী গরমে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্য শিবিরগুলোতে চিকিৎসা সেবা নিয়েছেন।
তিনি বলেন, এ রকম পরিস্থিতির জন্য আমাদের প্রস্তুতি ছিল। সৌদির সরকার আল্লাহর অতিথিদের সর্বোচ্চ সেবাদানে প্রতিশ্রুতিবদ্ধ।
মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ সৌদি আরবে শীতকালের ২-৩ মাস ব্যতীত সারা বছরই গরম থাকে। তবে মে-জুন-জুলাই মাসে তাপমাত্রা থাকে সর্বোচ্চ। এই তিন মাসের প্রায় প্রতিদিনই সৌদির গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে।
চলতি বছর এমন এক সময়ে পড়েছে হজের মৌসুম, যখন সৌদিতে পুরোপুরি গ্রীষ্মকাল। সৌদি সরকার অবশ্য হজযাত্রীদের চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য মক্কা ও মদিনার ৩২টি হাসপাতাল ও ১৪০টি স্বাস্থ্যকেন্দ্রে ৩২ হাজার ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী সার্বক্ষণিকভাবে মোতায়েন রেখেছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- হজযাত্রী
- হিট স্ট্রোক