যেসব কারণে ব্যান হতে পারেন টিন্ডারে
ডেইলি স্টার
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৯:৩৪
প্রেমে প্রেমে বেলা ফুরাবার ক্ষণও এখন কোথাও না কোথাও এসে ঠেকে হাতের তেলোয় থাকা চারকোণা এক মুঠোফোনে, ডিজিটাল পর্দায়। মানুষের এখনো মানুষের সঙ্গে যোগাযোগের জন্য বাইরের দুনিয়াটা বিস্তৃত আছে, তবু অনেকেই যেন প্রথমেই সাক্ষাতের পর্যায়ে না গিয়ে মেসেজ আদান-প্রদানের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে চান।
এ ক্ষেত্রে রয়েছে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমও। তবে একটু বিশেষায়িত করে বললে– শুধু রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ প্ল্যাটফর্ম হিসেবে টিন্ডার বোধহয় সবচেয়ে পরিচিত নাম।
মন খুলে, চোখ খুলে টিন্ডারের পর্দায় ঘুরে বেড়ানো বেশ সহজ। তবে এখানেও আছে কিছু নিয়ম-নীতি, যা মেনে না চললে আছে ব্যান হবার, অর্থাৎ টিন্ডার প্রাঙ্গন থেকে বিতাড়িত হবার আশঙ্কা।