রথের সঙ্গে তারের সংস্পর্শে সাতজনের মৃত্যু
ওভারহেড হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারের সঙ্গে একটি রথের সংস্পর্শে দুই শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু এবং ১৬ জন আহত হয়েছে।
বুধবার (২৮ জুন) ভারতের ত্রিপুরার ওনাকোতি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, ঘটনাটি ঘটে ‘উল্টো রথ’ শোভাযাত্রার সময়। এ শোভাযাত্রা বার্ষিক রথযাত্রা উৎসবের পর হিন্দু দেবতা জগন্নাথ এবং তার দুই ভাইবোনের ‘প্রত্যাবর্তন’হিসেবে হয়। দুর্ঘটনার শিকার রথটি লোহার তৈরি এবং ভারীভাবে সজ্জিত ছিল। রথটি ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শ হতেই ঘটনাস্থলেই ছয়জন মারা যায় এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যায়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস আগে