কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পুলিশের গুলিতে কিশোরের মৃত্যু, বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বার্তা২৪ ফ্রান্স প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৭:০৩

ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৭ বছর বয়সী এক কিশোর পুলিশের গুলিতে নিহত হয়েছে। অভিযোগ উঠেছে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগে গাড়িতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ (একেবারে সামনে) থেকে তাকে গুলি করেছেন পুলিশের এক কর্মকর্তা। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহর। বিক্ষোভ থেকে অন্তত ১৫০ জনকে গ্রেপ্তারের কথা জানানো হয়েছে।


সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে প্যারিসের উপকণ্ঠ ন্যান্তেরে এলাকায় দিয়ে যাওয়ার সময় তল্লাশি চৌকিতে নাহেল এম নামে ওই কিশোরের গাড়ি থামান দুই পুলিশ কর্মকর্তা। ওই সময়ই বাকবিতণ্ডার জেরে নাহেলকে গুলি করা হয়।


পুলিশ তখন দাবি করে, ওই কিশোরের গাড়ি থামানোর পর সে পুলিশ সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দিতে চাইলে এক কর্মকর্তা আত্মরক্ষার্থে গুলি করেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এ দাবির ভিন্ন চিত্র দেখা গেছে। ফুটেজে দেখা যায়, দুজন পুলিশ সদস্য গাড়িটির জানালায় ঝুঁকে আছেন এবং হাতের আগ্নেয়াস্ত্র চালকের দিকে তাক করা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও