বরাবরের মতো ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
তারই ধারাবাহিকতায় ঈদের দ্বিতীয় দিন (৩০ জুন) থাকছে গেল বছর মুক্তি পাওয়া দীপংকর দীপন পরিচালিত বহুল আলোচিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। তারকাবহুল এই সিনেমাটি দর্শক ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।