ঈদে পোলট্রি মুরগির দাম বেড়েছে পাকিস্তানে
প্রথম আলো
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১৩:০২
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিপুলসংখ্যক পশু কোরবানি হওয়ায় এই সময়ে মুরগির চাহিদা কমে যায়। ফলে এর দামও কমে আসে। কিন্তু এবারে পাকিস্তানে ঘটেছে উল্টো ঘটনা। ঈদুল আজহার সময়েই কিনা দেশটিতে মুরগির দাম বেড়ে গেছে। খবর দ্য ডনের।
ডন এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে পোলট্রিখাদ্যের ঘাটতি দেখা দেওয়ায় চাহিদার তুলনায় মুরগির উৎপাদন ও জোগান কমে গেছে। এতে বাজারে মুরগির দাম বেড়েছে। দেশটিতে বর্তমানে প্রতি কেজি পোলট্রি মুরগির দাম ৫৬০ রুপি। আর মাংস বিক্রি হচ্ছে ৮২০ থেকে ৮৫০ রুপি কেজি দরে। অন্যদিকে হাড়বিহীন মুরগির মাংসের দাম তো গরুর মাংসের চেয়েও বেশি। পাকিস্তানে গরুর মাংসের দাম ১ হাজার ১০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকার মধ্যে। কিন্তু গতকাল বুধবার দেশটিতে মুরগির হাড়বিহীন মাংসের কেজি বিক্রি হয়েছে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে।