আইওএসের জন্য ক্রোমের চারটি হালনাগাদ

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১২:০২

আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও ম্যাকের জন্য ক্রোম ব্রাউজারে নতুন চারটি হালনাগাদ এনেছে গুগল। ম্যাপস, অনুবাদ, গুগল ক্যালেন্ডার ও সার্চে এই হালনাগাদ যুক্ত হচ্ছে।


নতুন হালনাগাদগুলোতে ক্রোম ব্রাউজারে একটি অপশনের মাধ্যমে ছোট আকারে গুগল ম্যাপস দেখতে পারবেন। ফলে কোনো ঠিকানা দেখার জন্য গুগল ক্রোম ব্রাউজারের বাইরে গিয়ে কোনো অ্যাপ থেকে মানচিত্রে অবস্থান দেখার প্রয়োজন হবে না। আইওএস অপারেটিং সিস্টেমে গুগল ক্রোম কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ওয়েব পেজ থেকেই ঠিকানা শনাক্ত করতে পারবে। শনাক্ত করা ঠিকানায় ব্যবহারকারী চাপলে একটি অপশনের মাধ্যমে ব্রাউজারেই ছোট আকারের গুগল ম্যাপস দেখা যাবে। আইফোন ব্যবহারকারীরাও এ সুবিধা পাবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও