টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার, ভেতরে থাকতে পারে পর্যটকদের দেহাবশেষ
বণিক বার্তা
প্রকাশিত: ২৯ জুন ২০২৩, ১২:০১
টাইটানিক দেখতে গিয়ে নিখোঁজ হওয়া ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জুন) সকালে কানাডার সেন্ট জনস পোতাশ্রয়ে একটি কানাডিয়ান পতাকাধারী জাহাজ ধ্বংসাবশেষ উদ্ধার করেছে বলে খবর দিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
এদিকে, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে টাইটানের ভেতরে থাকা পর্যটকদের দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড। তাদের দেয়া এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। চিকিৎসকদের মাধ্যমে বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত হওয়ার চেষ্টা করা হবে বলেও জানিয়েছে তারা।
উল্লেখ্য, গত ১৮ জুন সকাল ৮টার দিকে পানিতে ডুব দেয় টাইটান। আট ঘণ্টা পর ফিরে আসার কথা থাকলেও মাত্র পৌনে দুই ঘণ্টার মাথায় স্টেশনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে ২২ জুন টাইটান ধ্বংস হয়ে যাওয়ার খবর নিশ্চিত হন সংশ্লিষ্টরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ধ্বংসাবশেষ
- দেহাবশেষ
- ডুবোজাহাজ