You have reached your daily news limit

Please log in to continue


পুনরায় একসঙ্গে মেসি-টাটা মার্টিনো

ইন্টার মায়ামিতে লিওনেল মেসির নতুন ম্যানেজার হিসেবে জেরার্ডো ‘টাটা’ মার্টিনোকে নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে। পিএসজির সুপারস্টার মেসির মেজর লিগ সকার ক্লাবটিতে যোগদানের ঘোষণা দেওয়ার একদিন আগেই ইন্টার মিয়ামি থেকে নেভিলকে বরখাস্ত করা হয়। এর পরপরই তাকে (মার্টিনো) মায়ামির নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হলো।

মার্টিনো মেসিকে ভালোভাবেই চেনেন, আর্জেন্টিনা এবং বার্সেলোনা উভয় দলেই তাকে পরিচালনা করেছেন এবং এখন মেজর লিগ সকারে বিশ্বকাপজয়ী মেসির সঙ্গে যোগ দেবেন। মার্টিনো এর আগে আমেরিকায় কোচিং করেছেন, আটলান্টা ইউনাইটেড পরিচালনা করেছেন এবং ২০১৮ সালের এমএলএস কোচ ‘অফ দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। বার্সেলোনায় একসঙ্গে থাকার সময় মেসি এবং মার্টিনো স্প্যানিশ সুপার কাপ জিতেছিল, কিন্তু তারা ‘লা লিগা’ বা ‘চ্যাম্পিয়নস লিগ’ শিরোপা ঘরে তুলতে পারেননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন