নেইল পলিশ তুলতে ঘরের কী ব্যবহার করবেন?

দেশ রূপান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৫৯

রিমুভার ছাড়া ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সহজেই নেইল পলিশ তুলতে পারবেন।


টুথপেস্ট: রিমুভার না থাকলেও টুথপেস্ট কিন্তু সকলের বাড়িতেই থাকে। একটি ব্রাশে টুথপেস্ট আর বেকিং সোডা লাগিয়ে নখের ওপর ঘষলেই উঠে যাবে নেইল পলিশ।



স্যানিটাইজার: স্যানিটাইজার শুধু জীবাণুমুক্ত করে না, নেইল পলিশ তুলতেও সাহায্য করে। তুলো ভালো করে স্যানিটাইজার ভিজিয়ে নিয়ে নখের ওপর ঘষলে মুহূর্তে উঠে আসবে নেইল পলিশ।


নেইল পলিশ: পুরোনো নেইল পলিশ তুলতে নখের ওপর নতুন নেইল পলিশের প্রলেপ লাগান। এতে আগের নেইল পলিশ নরম হয়ে যাবে। তুলো বা নরম কাপড় দিয়ে ডললে সহজেই উঠে যাবে।


ডিউডোর‌্যান্ট: নেইল পলিশ তুলতে কাজে আসে ডিউডোর‌্যান্ট বা বডি স্প্রেও। নখের ওপর ডিউডোর‌্যান্ট স্প্রে করে তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেইল পলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও