কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যাত্রাপথে বমির কারণ ও প্রতিকার

দেশ রূপান্তর প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:৫৪

আমাদের দেশে কোরবানির ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাওয়াটা অনেকটা উৎসবের মতো। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দে বাড়ির পথে ভ্রমণও হয়ে ওঠে আনন্দময়। কিন্তু মুহূর্তেই সে আনন্দ মাটি করে দিতে পারে বমি কিংবা বমির প্রবণতা। বাস বা গাড়িতে চড়লে অনেকেরই বমি কিংবা বমির ভাব হয়। কখনো কখনো বমির সঙ্গে মাথা ঘোরে বা মাথাব্যথা করে। এর জন্য অনেকেই গাড়িতে বা বাসে চড়তে ভয় পান।


বমির কারণ : গতি জড়তার ফলে যে মস্তিষ্কে সমন্বয়হীনতা হয় তার কারণে এমন হয়। এ ছাড়া আরও অনেক কারণে যাত্রাপথে বমি হতে পারে। যেমনবাস, গাড়ি বা ট্রেনের ঝাঁকুনি এবং লঞ্চের দুলুনি বিষাক্ত বা অস্বাস্থ্যকর খাবার গ্রহণ বাজে গন্ধ বা বিস্বাদের খাবার গ্রহণ গ্যাস্ট্রিক আলসার বা এই জাতীয় শারীরিক অসুস্থতা অসুস্থতা নিয়ে ভ্রমণ করা  শারীরিক পরিশ্রম



প্রতিকার : যাত্রা শুরু করার আগে ঝাল-মসলাযুক্ত খাবার, কোমল পানীয় বা চিপস ইত্যাদি খাবেন না। বমির সমস্যা থাকলে হালকা কিছু খাবার খেয়ে বাহনে উঠুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও