বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড
মুসলমানদের ধর্মীয় বড় দুই উৎসব ঈদের সময় যানবাহনের ভিড়ে এই মহাসড়কে যানজট, ধীর গতিসহ সৃষ্টি হয় নানা ভোগান্তি। তবে, বিগত বছরের তুলনায় কয়েক বছর ধরে হচ্ছে স্বস্তিদায়ক ঈদযাত্রা। এসব ভোগান্তি ও দুর্ভোগকে তুচ্ছ করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছেন ঘরমুখো মানুষ। এ সময় ব্যস্ততা বেড়ে যায় বাস, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ নানা যানবাহনের। এ পর্যন্ত এসব যানবাহন পারাপারে আবারও নতুন রেকর্ড সৃষ্টি করেছে উত্তরবঙ্গের একমাত্র প্রবেশদ্বার টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় করে বঙ্গবন্ধু সেতু।
সেতু কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার (২৭ জুন) সকাল থেকে বুধবার (২৮ জুন) সকাল ৬টা পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ২০০ টাকা টোল আদায় হয়েছে। তার মধ্যে সেতু পূর্ব দিয়ে ৩৬ হাজার ৪৯১টি যানবাহন পারাপার হয়েছে ও টোল আদায় হয়েছে ২ কোটি ৬৬ লাখ ৯৭ হাজার ৭৫০ টাকা এবং সেতু পশ্চিম দিয়ে ১৮ হাজার ৯৯৭ টি যানবাহন পারাপার হয় ও টোল আদায় হয়েছে ১ কোটি ৫১ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা। যানবাহন সংখ্যা ৫৫ হাজার ৪৮৮।