ভিআর হেডসেটের জন্য চালু হল ‘কোয়েস্ট+’ গ্রাহক সেবা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৮:১১
ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) হেডসেটের বাজারকে মাথায় রেখে ‘কোয়েস্ট +’ নামে গ্রাহক ফি ভিত্তিক সেবা চালুর ঘোষণা দিয়েছে মেটা।
ইনস্টাগ্রামের এক ‘ব্রডকাস্ট চ্যানেলে’ কোম্পানির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, সোমবার থেকে শুরু হওয়া এই গ্রাহক সেবার মাসিক ফি সাত দশমিক ৯৯ ডলার ও বার্ষিক ফি ৫৯ দশমিক ৯৯ ডলার। আর ‘কোয়েস্ট ২’ এবং ‘প্রো’র পাশাপাশি শীঘ্রই কোয়েস্ট ৩ হেডসেটেও এই সুবিধা মিলবে।
একে প্রতিবেদনে ‘নতুন তবে উচ্চ বিনিয়োগের’ বাজার বলে লিখেছে রয়টার্স।