কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চাকরির প্রলোভনে ফিলিপাইনে পাচার বিভিন্ন দেশের ১ হাজার নাগরিককে উদ্ধার

ডেইলি স্টার ফিলিপাইন প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৭:১৭

ম্যানিলার একটি অনলাইন ক্যাসিনোতে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন দেশের ১ হাজারেরও বেশি মানুষকে ফিলিপাইনে পাচার করে একটি চক্র। আজ ফিলিপাইনের পুলিশ তাদেরকে উদ্ধার করেছে।


আজ মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।


পুলিশ রাজধানীর একটি ভবনের কম্পাউন্ডের ভেতরে থেকে তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে আছেন চীন, ভিয়েতনাম, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার নাগরিক।


পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিজ্ঞাপন অনুযায়ী অনলাইন গেমিং সহকারী পদে যোগ দিতে ফিলিপাইনে এসেছিলেন।


এশিয়া-প্যাসিফিক অঞ্চলে এ ধরনের ইন্টারনেটভিত্তিক প্রতারণার সংখ্যা দ্রুত বাড়ছে। এ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। অনেক সময় পাচারের শিকার ভুক্তভোগীরা ক্রিপটোকারেন্সিতে ভুয়া বিনিয়োগের প্রচারণা করতে বাধ্য হন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও