আজ সানগ্লাস দিবস

ডেইলি স্টার প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ১৭:১৪

সানগ্লাস বা রোদচশমার সুবিধা কিন্তু কম না। এই যেমন ফ্যাশন অনুসঙ্গ হিসেবে পরা যায়, আবার রোদ থেকে চোখ রক্ষা করতে পরা যায়। কমবেশি প্রায় সবাই সানগ্লাস পরেন। কেউ আবার শখ করেও পরেন। তবে, যে যেভাবেই বা যে কারণেই পরুক না কেন স্টাইল অনুসঙ্গ হিসেবে সানগ্লাসের জুড়ি নেই।


আমাদের অনেকের বাসায় একাধিক সানগ্লাস বা রোদচশমা থাকে। কিন্তু, জানেন কি সানগ্লাস নিয়ে একটি দিবস আছে? যুক্তরাষ্ট্রে প্রতি বছরের ২৭ জুন সানগ্লাস দিবস উদযাপন করা হয়। তাই চাইলে আপনি আজ সানগ্লাস পরতে পারেন। তাতে ফ্যাশন হলো, আবার দিবসটিও উদযাপন করা হলো।


অনেকের ধারণা, সানগ্লাস মোটামুটি আধুনিক উদ্ভাবন। কিন্তু, এই তথ্য সঠিক নয়। সানগ্লাসের ইতিহাস চতুর্দশ শতাব্দীর চীন পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রচলিত আছে, তখন বিচারকরা মামলা শোনার সময় আবেগ ঢাকতে হালকা কালো রঙের চশমা ব্যবহার করতেন। আর উনিশ শতকের শেষের দিকে চিকিত্সকরা চশমার ওপর বাদামি রঙের লেন্স নিয়ে পরীক্ষা শুরু করেন, বিশেষত করে যাদের সিফিলিস ছিল তাদের ওপর। কারণ, এই রোগটির একটি লক্ষণ হলো আলোর প্রতি সংবেদনশীলতা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে