You have reached your daily news limit

Please log in to continue


২৭ মণ গরুর সঙ্গে এক মণের ছাগল ফ্রি

খুলনায় কোরবানির পশুর ক্রেতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে নগরীর জোড়াগেট হাট। এখানে একটি বিশেষ গরুর সঙ্গে মস্ত বড় ছাগল ফ্রি দেওয়ার কথা মাইকে জোর গলায় প্রচার করা হচ্ছে। কালচে, লাল ও সাদা বর্ণের গরুটির নাম ‘শান্ত’। ২৭ মণ ওজনের পশুটির সঙ্গে এক মণ ওজনের লাল রঙের ছাগল উপহার হিসেবে দেবেন এর মালিক। গতকাল সোমবার বিকেলে শান্তকে দেখার জন্য ওই বাজারে ভিড় করেন ক্রেতা-দর্শনার্থীরা।

গরুর মালিক বাগেরহাট সদরের কাপুড়পুড়া এলাকার মুরাদ খান বলেন, গরুটি খুবই শান্ত স্বভাবের। চার বছর বয়সী শান্তকে তিন বছর আগে কিনে আনি। তখন থেকে বাড়ির গোয়ালে সন্তানের মতো লালনপালন করেছি। এর ওজন এখন ২৭ মণ। একই গোয়ালে আড়াই বছর ধরে পালন করছি লাল রঙের ছাগলটিও। এর ওজন প্রায় এক মণ। দুটি পশুকে একজনের হাতেই দিতে চাই। এ জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছি। শান্তর দাম ১০ লাখ টাকা হাঁকিয়েছি। এখন পর্যন্ত সাত লাখ টাকা উঠেছে। ৯ লাখ টাকা পেলেও গরুটি ছেড়ে দিতে পারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন