বৈদেশিক লেনদেনে ঘাটতি কমছে
ডলার সংকটের কারণে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি বিদেশি বিভিন্ন উৎস থেকে ঋণ নিচ্ছে সরকার। এতে করে বৈদেশিক লেনদেনে ঘাটতি কমছে। চলতি অর্থবছরের ১১ মাসে বাণিজ্য ঘাটতি কমে অর্ধেকে নেমেছে। চলতি হিসাবের ঘাটতিও কমেছে। তবে আর্থিক হিসাবে ঘাটতির কারণে সামগ্রিক লেনেদেন ভারসাম্যে এখনও বড় ঘাটতি রয়েছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল চলতি অর্থবছরের জুলাই-মে সময়ের ব্যালান্স অব পেমেন্ট বা বৈদেশিক লেনদেন ভারসাম্যের পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের মে পর্যন্ত আমদানি কমেছে ১৪ দশমিক ১১ শতাংশ। একই সময়ে রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৭৭ শতাংশ। এতে করে বাণিজ্য ঘাটতি আগের বছরের একই সময়ের তিন হাজার ৮২ কোটি ডলার থেকে কমে ১ হাজার ৭১৬ কোটি ডলারে নেমেছে। এ সময়ে প্রবাসী রেমিট্যান্সে প্রবৃদ্ধি আছে ১ দশমিক ১৪ শতাংশ। সব মিলিয়ে চলতি হিসাবের ঘাটতি আগের বছরের ১ হাজার ৭২৮ কোটি ডলার থেকে কমে ৪৫১ কোটি ডলারে নেমেছে।