ইসির বিলম্বিত প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৮:৩২

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা তৈরি করেছিল, যার ভিত্তিতে তারা নির্বাচনের প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করতে পারে।


চলতি বছরের ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারির প্রথম দিকে সংসদ নির্বাচন হওয়ার কথা। গত বছরের সেপ্টেম্বরে ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ইসি যে দায়িত্ব শেষ করতে পারেনি, তার প্রমাণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের কাজ শেষ না হওয়া।


প্রথম আলোর খবর থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি বছরের জুনের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করার কথা বলেছিল ইসি। তাদের কর্মপরিকল্পনা ছিল মে মাসে নতুন নিবন্ধনের জন্য পাওয়া আবেদন যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া এবং জুন মাসে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চূড়ান্ত তালিকা প্রকাশ করা। কিন্তু জুন মাসের শেষ কর্মদিবস পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য আবেদনকারী দলগুলোর মাঠপর্যায়ের তথ্য যাচাই-বাছাইয়ের কাজই শেষ করতে পারেনি ইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও