কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


শিরিনের ‘বাইন দুয়ারদি’

ঈদুল আজহা উপলক্ষে আসছে ‘পাঞ্জাবিওয়ালা’ গায়িকা শিরিনের নতুন আঞ্চলিক গান। আবদুল গফুর হালী রিচার্স সেন্টারের প্রযোজনায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লেখা ‘বাইন দুয়ারদি’ গানটি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ‘গফুর হালী’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। গানটির গীতিকার ও সুরকার চট্টগ্রামের সংগীতজ্ঞ আবদুল গফুর হালী। সংগীত পরিচালনা করেছেন তানিম। চ্যানেলটির যাত্রা শুরু হয়েছিল শিরিনের ‘কালা’ গানটি দিয়ে।

আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের সচিব নাসির উদ্দিন হায়দার বলেন, গফুর হালীর অমর সৃষ্টি ‘বাইন দুয়ারদি ন আইস্য তুঁই নিশির কালে’ গানটি সত্তরের দশকে শেফালী ঘোষের কণ্ঠে দারুণ জনপ্রিয় হয়েছিল। আবদুল গফুর হালী রিসার্চ সেন্টারের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হকের পৃষ্ঠপোষকতায় গানটি নতুন সংগীতায়োজনে শিরিনের কণ্ঠে রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামের লোকসংগীতের প্রচার-প্রসারে রিসার্চ সেন্টারটি নিরলস কাজ করে যাচ্ছে। আঞ্চলিক ভাষার চিরসবুজ অনেক গানকে ভিন্ন আমেজে পর্যায়ক্রমে শ্রোতাদের কাছে তুলে ধরা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন