শিক্ষাব্যবস্থার সংকটের প্রতিফলন নয় কি

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৭ জুন ২০২৩, ০৭:৩১

আমাদের শিক্ষাব্যবস্থা একজন শিক্ষার্থীর জন্য সর্বজনীন অর্থে আনন্দদায়ক হয়ে উঠতে পারছে না। শিক্ষা কার্যক্রমে নানাভাবে যুক্ত হয়ে আছে বাড়তি চাপ। ফলে শিক্ষা একটি শিশুর মানসিক বিকাশে যতটা না সহায়তা করে, তার চেয়ে বেশি ব্যাহতই করে।


সেই বাড়তি চাপ তৈরি হচ্ছে মূলত শ্রেণিকক্ষের মধ্যে পাঠদান পরিপূর্ণভাবে সম্পন্ন না হওয়ায়। অথচ সেটিই হওয়ার কথা ছিল। শ্রেণিকক্ষের বাইরে ঘরে প্রাইভেট শিক্ষক রাখা, কোচিং সেন্টার বা শিক্ষকদের আলাদা ব্যাচে পড়া আমাদের শিক্ষা কার্যক্রমের অপরিহার্য অনুষঙ্গ হয়ে পড়েছে।


এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়, দেশের শিক্ষাব্যবস্থায় কতটা গভীর সংকট বা ক্ষত তৈরি হয়েছে। শিক্ষাব্যবস্থায় ধারাবাহিকভাবে নানা সংস্কার আসছে, কিন্তু কোচিং-প্রাইভেট-গাইড বইনির্ভরতা কোনোভাবেই কমছে না। এর চেয়ে উদ্বেগজনক বিষয় আর হয় না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও